
পলাশবাড়ী থানাটি মৌজা-জামালপুর জে,এল নং-৭২ খতিয়ান নং-০১ দাগ নং-১১০২/১১০৬ জমির পরিমান ৩.৭৭ একর, জমির উপর প্রতিষ্ঠিত যা পুলিশ বিভাগের নিজস্ব সম্পত্তি। কিন্তু অদ্যাবধি উহার রেকর্ড কালেক্টরেট, গাইবান্ধা এর নামে দেখা যায়। এমনকি বর্তমান বাংলাদেশ জরিপও কালেক্টরেট, গাইবান্ধার নামে হয়েছে। যা সংশোধন হওয়া জরুরী। ১৯২৯/১৯৩০ সালে ভারত সম্রাটের পক্ষে উক্ত জমি পুলিশ বিভাগকে দেওয়া হয়। যা ১৯৪০ সালে রেকর্ড ভূক্ত হয়। কিন্তু জমির রেকর্ড বাংলাদেশ পুলিশ বিভাগের নামে করানোর জন্য কেউই উদ্যোগ গ্রহণ করেনি। থানার ভূমি উন্নয়ন কর ১৪২৬ সাল পর্যন্ত পরিশোধ আছে মর্মে দেখা যায়। বর্তমানে থানা কম্পাউন্ডে বহুতল বিশিষ্ট অফিস, ব্যারাক নির্মিত হয়েছে।
পলাশবাড়ী থানায় সরকারী মুঞ্জুরীকৃত অফিসার ও ফোর্স সংখ্যা যথাক্রমে নিরস্ত্র পুলিশ পরিদর্শক ০২ জন, এস.আই ১০ জন, এ.এস.আই ০৮ জন এবং কনষ্টেবল ৩৮ জন। বর্তমানে ০২ জন পুলিশ পরিদর্শক, ১১ জন এস.আই, ১৬ জন এ.এস.আই এবং ৩০ জন পুরুষ কনষ্টেবল ও ০৫ জন নারী কনষ্টেবল কর্মরত আছে। মঞ্জুরীকৃত সংখ্যার চেয়ে বর্তমানে ০৩ জন কনষ্টেবল এর পদ শুন্য আছে। তবে ০২ জন এসআই ও ০৮ জন এএসআই অতিরিক্ত আছে।
অত্র থানা এলাকার মধ্য দিয়ে রংপুর টু বগুড়া মহা-সড়ক, পলাশবাড়ী টু গাইবান্ধা এবং পলাশবাড়ী ঘোড়াঘাট আঞ্চলিক সড়ক রয়েছে। মহাসড়কে প্রতিদিন চলাচলকারী যানবাহন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ব্যাপক রণপাহারা ও ভিআইপি প্রটেকশন ডিউটি করানো হয়।