
১৯৯২ খ্রিঃ সালে যমুনা নদী ভাঙ্গনের ফলে থানা ভবনটি নিলামে বিক্রয় হওয়ায় এবং থানার জমি নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ায় ফুলছড়ি থানাধীন ৪ নং গজারিয়া ইউনিয়ন পরিষদ কাম কমিউনিটি সেন্টারে স্থানান্তরিত করে তথায় থানার কার্যক্রম পরিচালনা হইত। গত ২৪/৩/২০১৯ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স¦¦¦¦¦¦রাস্ট্র মন্ত্রী জনাব আসাদুজ্জামান খান এমপি মহোদয় ফুলছড়ি উপজেলা সদর কালির বাজারে নতুন থানা ভবন উদ্বোধন করেন। ঐ তারিখ হতে নতুন থানা ভবনে ফুলছড়ি থানার কার্যক্রম চলছে। নুতন থানা ভবন ও ভূমির চিত্র ভুমি ও ইমারত রেজিস্টারে এখন অন্তর্ভূক্ত করা হয় নি।
অত্র থানার মঞ্জুরীকৃত অফিসার ও ফোর্সদের সংখ্যা যথাক্রমে ০২জন নিরস্ত্র পুলিশ পরিদর্শক, এসআই, ১০ জন এএসআই ০৮ এবং ৩৮ জন কনষ্টেবল, বাবুর্চি ০১ জন, ঝাড়–দার ০১জন পরিচ্ছন্নতা কর্মী ০১ জন।
বর্তমানে ০২ জন নিরস্ত্র পুলিশ পরিদর্শক, ০৭ জন এসআই, ০৯ জন এএসআই, কনস্টেবল মোট-২৬ জন, ঝাড়–দার ০১ জন কর্মরত আছে।